সেনসেক্স পড়েছিল ৫১০ পয়েন্ট। —প্রতীকী চিত্র।
ব্রিটেনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি সই হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারের পতন ঠেকানো যায়নি। সেনসেক্স পড়েছিল ৫১০ পয়েন্ট। শুক্রবারও সেই পতন অব্যাহত থাকল। দু’দিন মিলিয়ে ১২৬৩.৫৫ পয়েন্ট পড়ল সূচকটি। দু’দিন মিলিয়ে লগ্নিকারীরা হারালেন ৮.৬৭ লক্ষ কোটি টাকা।
এ দিন সেনসেক্স ৭২১.০৮ পয়েন্ট পড়ে ৮১,৪৬৩.০৯ অঙ্কে নেমেছে। নিফ্টি ২২৫.১০ পয়েন্ট পড়ে হয়েছে ২৪,৮৩৭। ছোট ও মাঝারি শেয়ারের সূচকগুলি যথাক্রমে ১.৮৮% ও ১.৪৬% মাথা নামিয়েছে। বাজার সূত্রের বক্তব্য, আর্থিক, তথ্যপ্রযুক্তি এবং তেল ও গ্যাস ক্ষেত্রের শেয়ারগুলি টেনে নামিয়েছে সামগ্রিক সূচককে। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির শেয়ার বিক্রি করে মুনাফা তোলাও অব্যাহত।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও আমেরিকার সঙ্গে আলোচনা বারবার থমকে যাওয়া নিয়ে লগ্নিকারীরা উদ্বিগ্ন। অন্যান্য দেশের সঙ্গে আমেরিকার চুক্তি এবং বিশ্ব বাজারে তার প্রভাবের দিকেও নজর রয়েছে তাঁদের। এই সমস্ত অনিশ্চয়তা যত দিন বজায় থাকবে, তত দিন ভারতীয় শেয়ার বাজার অস্থির থাকবে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে