Index of Industrial Production

ন’মাসে সর্বনিম্ন, উদ্বেগ বাড়িয়ে কমে গেল পরিকাঠামো বৃদ্ধির হার

প্রথম দু’মাসে পরিকাঠামো ক্ষেত্র সরকার এবং সংশ্লিষ্ট মহলের উদ্বেগ বাড়াল। কারণ, এই দুই মাসের পরিকাঠামো উৎপাদন বৃদ্ধির গড় হার দাঁড়িয়েছে মাত্র ০.৮%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ০৭:২৫
Share:

চারটি ক্ষেত্রের উপরে ভিত্তি করেই সামগ্রিক ভাবে পরিকাঠামো যৎসামান্য বৃদ্ধির মুখ দেখেছে। —প্রতীকী চিত্র।

মে মাসে দেশের আটটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধির হার কমে হল ০.৭%। যা গত ন’মাসের সর্বনিম্ন। গত বছরের একই সময়ে তা ৬.৯% ছিল। আর গত এপ্রিলে ছিল ১%। অর্থাৎ, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দু’মাসে পরিকাঠামো ক্ষেত্র সরকার এবং সংশ্লিষ্ট মহলের উদ্বেগ বাড়াল। কারণ, এই দুই মাসের পরিকাঠামো উৎপাদন বৃদ্ধির গড় হার দাঁড়িয়েছে মাত্র ০.৮%।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সামগ্রিক শিল্পোৎপাদন সূচকে এই আট ক্ষেত্রের গুরুত্ব ৪০.২৭%। ফলে মে মাসের শিল্পোৎপাদনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিকাঠামোর এই চাপের প্রধান কারণ চাহিদায় ভাটা এবং লগ্নি কমে যাওয়া। পশ্চিম এশিয়ার সমস্যা বাড়লে উদ্বেগ আরও বাড়বে। সরকারি পরিসংখ্যানে শুক্রবার জানানো হয়েছে, গত মাসে অশোধিত তেল (-১.৮%), প্রাকৃতিক গ্যাস (-৩.৮%), সার (-৫.৯%) এবং বিদ্যুতের (-৫.৮%) উৎপাদন সরাসরি কমেছে। এই ধাক্কাকে কিছুটা সামাল দিয়েছে শোধনাগারজাত পণ্য (১.১%), সিমেন্ট (৯.২%), ইস্পাত (৬.৭%) এবং কয়লা (২.৮%)। এই চারটি ক্ষেত্রের উপরে ভিত্তি করেই সামগ্রিক ভাবে পরিকাঠামো যৎসামান্য বৃদ্ধির মুখ দেখেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন