Online Shopping

নেট বাজারে কোন দেশের পণ্য, বিধি আনতে মতামত তলব

প্রতিটি পণ্যের তথ্য নথিভুক্ত করতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি তাদের আর্জি, এ ব্যাপারে পণ্য বিক্রেতা সংস্থাগুলিরও মত জানতে চাক কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৩:১০
Share:

প্রতীকী ছবি।

সরকারের জিইএম পোর্টালে পণ্য নথিভুক্তির সময়ে তা কোন দেশে তৈরি হয়েছে, সে বিষয়টি উল্লেখ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। বিভিন্ন মহলের দাবি, ই-কমার্স পোর্টালগুলির ক্ষেত্রেও সেই বিধি চালু হোক। এ ব্যাপারে বুধবার অ্যামাজ়ন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, টাটা ক্লিক, পেটিএম, উড়ান, পেপারফ্রাইয়ের মতো সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করল শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দফতর (ডিপিআইআইটি)। জানতে চাইল তাদের মতামত। সরকারি সূত্রে খবর, বৈঠকে সংস্থাগুলি বলছে, তাদের পোর্টালে পণ্য উৎপাদনকারী দেশের নাম উল্লেখ সম্ভব। তবে প্রতিটি পণ্যের তথ্য নথিভুক্ত করতে কিছুটা সময় লাগবে। পাশাপাশি তাদের আর্জি, এ ব্যাপারে পণ্য বিক্রেতা সংস্থাগুলিরও মত জানতে চাক কেন্দ্র। জুলাইয়ে এই নিয়ে ফের বৈঠক হতে পারে।

Advertisement

পেটিএম মলের মুখপাত্রের বক্তব্য, ‘‘মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচিকে স্বাগত জানাচ্ছি। ভারতে তৈরি পণ্য বিক্রি করতে এবং এ দেশের উৎপাদন ক্ষেত্রকে সাহায্য করতে আমরা দায়বদ্ধ। এই সংক্রান্ত পদক্ষেপের জন্য বিক্রেতা এবং সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছি।’’

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি অর্থ মন্ত্রকের

Advertisement

লাদাখে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার সংঘর্ষের পর থেকে চিনা পণ্য বয়কটের দাবি তীব্র হয়েছে। বেশ কিছু সরকারি বরাত থেকে বাদ গিয়েছে একাধিক চিনা সংস্থা। ব্যবসায়ীদের সংগঠন সিএআইটির অভিযোগ, ই-কমার্স সংস্থাগুলি ঢেলে চিনা পণ্য বেচে চলেছে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে বিক্রীত পণ্যের বিবরণে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ থাকার দাবি করেছে তারা। যাতে ক্রেতা স্পষ্ট তথ্য পান এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। একই দাবি করেছে আরএসএসের শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চও। ফলে এ ব্যাপারে কেন্দ্রের উপর চাপ বেড়েছে। সেই প্রেক্ষিতেই এ দিনের বৈঠক বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন: ইচ্ছে মতো চ্যানেল পেতে ট্রাইয়ের অ্যাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন