Tourist Spot

শহরে শুরু পর্যটন মেলা

মেলার উদ্বোধন করেন অভিনেতা তথা ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী এবং এবিপি গোষ্ঠীর সিইও ধ্রুব মুখোপাধ্যায়। ছিলেন মহারাষ্ট্র পর্যটন দফতরের কর্তা বিজয় জিজাসাহেব যাদব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ০৯:০৮
Share:

প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা। শুক্রবার কলকাতায়। —নিজস্ব চিত্র।

শুরু হল পর্যটন মেলা ‘আনন্দবাজার পত্রিকা টুরিস্ট স্পট ২০২৫’। শুক্রবার, প্রথম দিনেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপচে পড়ল ভিড়। অনেকেরই বক্তব্য, দেশ-বিদেশে ঘোরার এত রকম জায়গার খবর এ ভাবে এক ছাদের নীচে পাওয়ার সুবিধা কম। এবিপি গোষ্ঠী আয়োজিত এই পর্যটন মেলা চলবে রবিবার পর্যন্ত। খোলা বেলা ১২টা থেকে রাত ৮টা।

এ দিন মেলাটির উদ্বোধন করেন অভিনেতা তথা ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী এবং এবিপি গোষ্ঠীর সিইও ধ্রুব মুখোপাধ্যায়। ছিলেন মহারাষ্ট্র পর্যটন দফতরের কর্তা বিজয় জিজাসাহেব যাদব। অনির্বাণ বলেন, ‘‘ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে এই মেলা কাজে দেবে। চেনা জায়গার পাশাপাশি, বহু অচেনা জায়গার কথাও আমি এখানে এসে জানলাম।’’

দর্শকদের বেশির ভাগই উৎসাহী ছিলেন মূলত রাজ্যের তুলনায় কম জনপ্রিয় জায়গা ও বিদেশ সম্পর্কে জানতে। ইউরোপ থেকে পূর্ব এশিয়া,তুরস্ক বা আজ়ারবাইজান যাওয়ার খোঁজ নিয়েছেন অনেকে। এসওটিসি, থমাস কুক, ট্রাভেল লাইভ, এভিয়ানা টুরিজ়মের মতো সংস্থার স্টলে প্রথম থেকেই ভিড় ছিল। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র টুরিজ়মের স্টলও দর্শক টেনেছে। আবার দিন দুয়েকের সফরের জন্য বিভিন্ন কম পরিচিত গন্তব্যের খোঁজ নিয়েছেন অনেকে। যেমন: সিজুয়া ফরেস্ট, ফুটিয়ারি বাঁধ,পাঞ্চেতগড়, কাপাসহাটির মতো জায়গা। মহারাষ্ট্রের পুণে বা রত্নগিরি অথবা মধ্যপ্রদেশের শাইলানি ও সারসি দ্বীপ, গান্ধীসাগর, চিত্রকূটের মতো স্থানের খোঁজ নেওয়া হয়েছে বেশি। মধ্যপ্রদেশ পর্যটনের বোধিসত্ত্ব চক্রবর্তী জানান, তাঁরা রাজ্যের কম পরিচিত জায়গাগুলিকে তুলে ধরছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন