Adani Group

আদানি-কাণ্ডে নতুন তদন্ত

গত ১৩ বছরে বিনোদের তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর অনথিভুক্ত বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত লেনদেন হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ০৮:০২
Share:

শিল্পপতি গৌতম আদানি। ফাইল ছবি।

আদানি-কাণ্ডের তদন্তে শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এ বার বিদেশে তাঁর তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। যদিও সেবি, আদানি গোষ্ঠী এবং দুবাইয়ে বিনোদের প্রধান সংস্থা আদানি গ্লোবাল ইনভেস্টমেন্ট এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। শনিবার টুইটারে আদানিদের করাইকাল বন্দর অধিগ্রহণের বিষয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।

সূত্রের খবর, গত ১৩ বছরে বিনোদের তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর অনথিভুক্ত বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত লেনদেন হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বিনোদ যেহেতু আদানি পরিবারের সদস্য, ফলে এই পদক্ষেপকে পরস্পর সম্পর্কযুক্ত সংস্থার মধ্যে লেনদেন হিসেবে ধরার কথা সেবি আইনে। যা বেআইনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন