ন্যানো কারখানার ৩০০ কর্মী আটক

সাময়িক ভাবে সানন্দ-এ বরখাস্ত হওয়া সহকর্মীদের সমর্থনে বিক্ষোভ দেখাতে আসা টাটা মোটরসের প্রায় ৩০০ কর্মীকে আটক করল পুলিশ। শনিবার সকালে ন্যানো কারখানার বাইরে জড়ো হন তাঁরা।

Advertisement

আমদাবাদ

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০২:১৬
Share:

সাময়িক ভাবে সানন্দ-এ বরখাস্ত হওয়া সহকর্মীদের সমর্থনে বিক্ষোভ দেখাতে আসা টাটা মোটরসের প্রায় ৩০০ কর্মীকে আটক করল পুলিশ। শনিবার সকালে ন্যানো কারখানার বাইরে জড়ো হন তাঁরা।

Advertisement

আমদাবাদের (গ্রামীণ) ডিএসপি পি ও ভাট বলেন, ‘‘বিক্ষোভে সামিল কর্মীদের কাছে জিআইডিসির ২ নম্বর গেটের বাইরে অবস্থান করার জন্য প্রশাসনের তরফে লিখিত অনুমোদন ছিল না। তাই তাঁদের আটক করা হয়েছে।’’ তবে সাসপেন্ড হওয়া ২৬ জন সহকর্মীকে ফের কাজে বহাল না-করা পর্যন্ত কর্মীরা কারখানার বাইরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ওই দাবিতে গত ২২ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট চালাচ্ছেন কারখানার ৪২২ জন কর্মী। রাজ্য অবশ্য ওই ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন