TRAI

ভুয়ো বার্তায় নজরদারি

১ নভেম্বর থেকে শুধু নথিভুক্ত নম্বরের ক্ষেত্রে বাণিজ্যিক এসএমএস-এর নতুন নিয়মও কার্যকর হচ্ছে। যেখানে ওই মেসেজের উৎপত্তি কোথায় এবং তা কত বার কত জনের মাধ্যমে পাঠানো হয়েছে, তা দেখা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ০৬:৩১
Share:

—প্রতীকী চিত্র।

মোবাইলে অবাঞ্ছিত বা ভুয়ো মেসেজ রোখার নতুন নিয়ম চালুর সময়সীমা এক মাস পিছোল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। তা শুরু হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে। টেলি শিল্পের অনুরোধে পিছিয়ে ১ অক্টোবর করেছে তারা। ফলে মোবাইল সংস্থাগুলির কাছে নথিভুক্ত না হলে, সেই নম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের পরে আর লিঙ্ক, সাইটের ইউআরএল, এপিকে বা কলব্যাক নম্বর থাকা মেসেজ পাঠানো যাবে না। অন্য ‘হেডার’ ব্যবহার করে কেউ টেলি-বিপণন সংক্রান্ত বার্তাও পাঠাতে পারবেন না। উল্লেখ্য, সংস্থা থেকে আসা এসএমএস-এর প্রথম দুই অক্ষরের কোডই হেডার। যা বাণিজ্যিক প্রচার, বিপণন বা পরিষেবা ভিত্তিক মেসেজের ক্ষেত্রে আলাদা হয়।

পাশাপাশি, ১ নভেম্বর থেকে শুধু নথিভুক্ত নম্বরের ক্ষেত্রে বাণিজ্যিক এসএমএস-এর নতুন নিয়মও কার্যকর হচ্ছে। যেখানে ওই মেসেজের উৎপত্তি কোথায় এবং তা কত বার কত জনের মাধ্যমে পাঠানো হয়েছে, তা দেখা হবে। সেই তথ্যে গোলমাল থাকলে মেসেজ বাতিল হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন