Atal Pension Yojana

ছোট শিল্পের জন্য পুঁজি, চলবে অটল পেনশনও

অটল প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বয়সের পরে মাসে ১০০০-৫০০০ টাকা পেনশন পান গ্রাহকেরা। সংশ্লিষ্ট ব্যক্তি কত টাকা জমা করেছেন, সেই অনুসারে স্থির হয় তার অঙ্ক। গত ১৯ জানুয়ারি পর্যন্ত এর আওতায় এসেছেন ৮.৬৬ কোটি মানুষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৬:৩৩
Share:

— প্রতীকী চিত্র।

কম আয়ের মানুষদের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দিতে ২০৩০-৩১ পর্যন্ত অটল পেনশন যোজনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ২০১৫-এর ৯ মে প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র। একই সঙ্গে বুধবারের বৈঠকে সিড্‌বি-র শেয়ারে নতুন করে লগ্নির প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিসভা। সি়ড্‌বি বন্ধক ছাড়া ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থাগুলিকে ঋণ দেয়। সরকারি মহলের দাবি, তাদের হাত শক্ত করে ছোট শিল্পকে আরও বেশি পুঁজি জোগানোই লক্ষ্য। যে বিষয়টি এই ধরনের সংস্থার সব থেকে বড় সমস্যার জায়গা।

অটল প্রকল্পের মাধ্যমে ৬০ বছর বয়সের পরে মাসে ১০০০-৫০০০ টাকা পেনশন পান গ্রাহকেরা। সংশ্লিষ্ট ব্যক্তি কত টাকা জমা করেছেন, সেই অনুসারে স্থির হয় তার অঙ্ক। গত ১৯ জানুয়ারি পর্যন্ত এর আওতায় এসেছেন ৮.৬৬ কোটি মানুষ।

এ দিকে, ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ পর্যন্ত তিন দফায় স্মল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা সিড্‌বি-র শেয়ারে ৫০০০ কোটি টাকা লগ্নি করবে কেন্দ্র। তাদের দাবি, এর ফলে ঋণ পাওয়া ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থার সংখ্যা দাঁড়াবে প্রায় ১.০২ কোটি। ২০২৪-২৫ সালে যা ছিল ৭৬.২৬ লক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, বিকশিত ভারতের লক্ষ্য পূরণের পথ চওড়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন