৩০ জুন ইউপিএস-এ যোগ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। —প্রতীকী চিত্র।
নতুন চালু হওয়া ইউনিফায়েড পেনশন প্রকল্পের (ইউপিএস) আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরা গ্র্যাচুইটি এবং মৃত্যুকালীন আর্থিক সুবিধা পাবেন। এনপিএস-এ এই সুবিধাগুলি পাওয়া যায়। বুধবার কেন্দ্রের কর্মিবর্গ ও পেনশন বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই সংক্রান্ত ব্যাখ্যা দিয়েছেন। ৩০ জুন ইউপিএস-এ যোগ দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সচিব মনোজ সাউ বলেন, ‘‘কেন্দ্র ইউপিএস চালু করলেও তাতে এখনও তেমন সাড়া মেলেনি। এ পর্যন্ত এনপিএস-এর হাজার দশেক সদস্য সেখানে যোগ দিয়েছেন। নতুন পেনশন প্রকল্পে সদস্য টানার উদ্দেশ্যেই নতুন এই ঘোষণা বলে আমাদের ধারণা।’’ এনপিএস-এ প্রথমে গ্র্যাচুইটি এবং মৃত্যুকালীন সুবিধা তুলে দেওয়া হয়েছিল দাবি করে মনোজ বলেন, ‘‘পরে আন্দোলনের চাপে সেগুলি চালু করা হয়। ইউপিএস-এ এই সব সুবিধা থাকবে কি না, তা নিয়ে আগে কিছু বলা হয়নি। ফলে সংশয় তৈরি হয়েছিল। সে কারণেই ব্যাখ্যা দিলেন মন্ত্রী।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে