ট্রাম্প-টর্পেডোর আশঙ্কায় কেন্দ্র 

আমেরিকায় ভারতের শুল্কহীন রফতানির অঙ্ক বছরে ৫৬০ কোটি ডলার। এ বার ওয়াশিংটনের বাধার মুখে পড়তে পারে এই রফতানি। সে ক্ষেত্রে মূলত ছোট শিল্প চাপে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৪
Share:

আমেরিকায় ভারতের শুল্কহীন রফতানির অঙ্ক বছরে ৫৬০ কোটি ডলার। এ বার ওয়াশিংটনের বাধার মুখে পড়তে পারে এই রফতানি। সে ক্ষেত্রে মূলত ছোট শিল্প চাপে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

চলতি সপ্তাহে ভারতে আসছেন মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস। বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্রের খবর, সেই বৈঠকে সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে আমেরিকায় রফতানির প্রশ্নে ভারত যে শুল্ক ছাড়ের সুবিধা পেয়ে আসছে, তা পুরোপুরি বা আংশিক ভাবে তুলে নেওয়া হতে পারে। তবে ভারত চেষ্টা করছে কূটনৈতিক স্তরে বোঝাপড়ার। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নিজের অবস্থানে অনড় থাকলে, চাপে পড়তে পারে ভারতের রফতানি ক্ষেত্র।

ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী আমেরিকাকে বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেছেন। ট্রাম্পও এক সময়ে বলেছেন একই কথা। কিন্তু রফতানির সুবিধা ছাঁটাইয়ের ব্যাপারে তিনি অনমনীয় থাকলে সেই ‘বন্ধু’ রাষ্ট্রের দৌলতেই নির্বাচনের আগে চাপে পড়বে মোদীর রফতানি নীতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন