Business

এ সব খাবার খাবেন কী! দাম শুনলেই হেঁচকি উঠতে পারে

কোনওটির দাম এক লক্ষ তো কোনওটির দাম আবার তারও বেশি। বিশ্বের এমনই কয়েকটি খাবার যার দাম শুনলে চমকে উঠবেন। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৭:৫৫
Share:
০১ ০৬

কোনওটির দাম এক লক্ষ তো কোনওটির দাম আবার তারও বেশি। বিশ্বের এমনই কয়েকটি খাবার যার দাম শুনলে চমকে উঠবেন। 

০২ ০৬

ইতালিয়ান হোয়াইট আলবা ট্রাফল: এটা একপ্রকার মাশরুম। খুব বিরল প্রজাতির। সুস্বাদু আর সুগন্ধযুক্ত এই মাশরুম মূলত উত্তর ইতালিতে পাওয়া যায়। এক কেজি ট্রাফলের দাম ১ লক্ষ ৭১ হাজার টাকা।

Advertisement
০৩ ০৬

হোয়াই পার্ল অ্যালবিনো কেভিয়ার: অ্যালবিনো স্টারজিওন এক ধরনের মাছ। কাস্পিয়ান সাগরে পাওয়া যায়। সেই মাছের এক কেজি ডিমের দাম ৭ লক্ষ ২৫ হাজার

০৪ ০৬

সোয়ালো’স নেস্ট স্যুপ: পাখির লালা দিয়ে তৈরি বাসা। খুব সুস্বাদু। উপত্যকায় সাধারণত এই পাখির বাসা পাওয়া যায়। চিনে এই বাসার স্যুপ খুব জনপ্রিয়। এক কেজির দাম ২ লক্ষ ২১ হাজার।

০৫ ০৬

ইউবারি কিং মেলন: এক প্রকার খরমুজ। খুব মিষ্টি। আকৃতি গোল। জাপানে পাওয়া যায়। এক টুকরোর দাম ৩ লক্ষ ৭০ হাজার টাকা।

০৬ ০৬

আয়াম সেমানি ব্ল্যাক চিকেন: ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। বার্ড ফ্লু-র ভয়ে বিদেশে রফতানি করা হয় না। খুব বিরল প্রজাতির। ইন্দোনেশিয়ায় একটা মুরগিছানার দাম প্রায় ১৫ হাজার টাকা। ইন্দোনেশিয়ার বাইরে এর একটার দাম ৭৪ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement