জামিন নাকচ, অ্যামওয়ে কর্তা পুলিশি হেফাজতে
নিজস্ব প্রতিবেদন
অ্যামওয়ে ইন্ডিয়ার এমডি এবং সিইও উইলিয়াম এস পিঙ্কনির জামিনের আর্জি খারিজ করল অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার স্থানীয় আদালত। একই সঙ্গে জেরার জন্য পিঙ্কনিকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে তারা। পুলিশের দাবি, এই সংস্থার ব্যবসা আসলে বিরাট একটি চক্র। যার সম্পর্কে সব কথা বার করা জরুরি। অ্যামওয়ে অবশ্য গতকালের মতো বুধবারও ঘটনার তীব্র নিন্দা করেছে। জামিনের আর্জি নিয়ে আদালতের নির্দেশ শোনার আগেই যে ভাবে পিঙ্কনির জেল পাল্টানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে, তার সমালোচনা করেছে তারা। একে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করে ফের আইন সংশোধনের দাবি তুলেছে আমেরিকান চেম্বার। চিট ফান্ড বন্ধের আইন না-মেনে ব্যবসা করার অভিযোগে এই নিয়ে দ্বিতীয় বার গ্রেফতার হয়েছেন পিঙ্কনি। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে অন্ধ্র পুলিশ। প্রথমে তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শিল্পমহলের প্রশ্ন, যে সংস্থা পণ্য তৈরি করে সরাসরি বিক্রি করে, প্রাইজ চিটস্ অ্যান্ড মানি সার্কুলেশন স্কিমস (ব্যানিং) অ্যাক্ট বা চিট ফান্ড বন্ধের আইনে তাদের হেনস্থা করা হবে কেন? অবিলম্বে এই আইন সংশোধনের দাবি তুলেছেন তাঁরা।
উৎপাদন বাড়ানোর নক্শা তৈরির নির্দেশ কোল ইন্ডিয়াকে
নিজস্ব প্রতিবেদন
কোল ইন্ডিয়ার সিএমডি পদ থেকে ইস্তফা দিয়েছেন এস নরসিংহ রাও। দক্ষিণের নয়া রাজ্য তেলেঙ্গানার ভাবী মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব নেবেন ১৯৮৬ সালের অন্ধ্র ক্যাডারের এই আইএএস। এ দিকে উৎপাদন দ্রুত বাড়াতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভোট-প্রচারে দেশের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। অনেকেই মনে করছেন, যেহেতু সিংহভাগ বিদ্যুৎ কয়লা থেকেই তৈরি হয়, সে জন্য প্রথমে কয়লা উৎপাদন বৃদ্ধিতে জোর দেবেন তিনি। যে কারণে, যে পীযুষ গয়াল সদ্য কয়লা মন্ত্রকের স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি মন্ত্রকের ভারও বর্তেছে তাঁর কাঁধে। এই অবস্থায় কয়লা উৎপাদন কী ভাবে বাড়ানো যায়, তার একটি ব্লুপ্রিন্ট (নীল নক্শা) অবিলম্বে তৈরি করতে বলা হয়েছে কোল ইন্ডিয়াকে। কতগুলি নতুন প্রকল্প দরকার, উৎপাদন ক্ষমতা কী ভাবে বাড়বে ইত্যাদি সেখানে জানাতে হবে।
ধর্মঘট বাতিল
নিজস্ব সংবাদদাতা: ধর্মঘটের প্রস্তাব প্রত্যাহার করলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ঠিকা কর্মীরা। দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে শুক্রবার থেকে রাজ্য জুড়ে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু বুধবার বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি দোলা সেনের আলোচনায় ঠিক হয় যে, বণ্টন কর্তৃপক্ষ, কর্মী ইউনিয়নগুলি ও সরকার ত্রিপাক্ষিক বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তৃণমূল সমর্থিত বিদ্যুৎ কর্মী সংগঠনের তরফে সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত বলেন, বৈঠকে কর্মীদের দাবি নিয়ে কথা হবে।
ইনফোসিস ছাড়ছেন আর এক শীর্ষ কর্তা
অপ্রত্যাশিত ভাবে এ বার ইনফোসিসের প্রেসিডেন্ট পদ ও বোর্ড থেকে ইস্তফা দিলেন বি জি শ্রীনিবাস। আগামী জানুয়ারিতে সিইও শিবুলাল অবসর নেওয়ার পর তাঁকেই ওই পদের সম্ভাব্য দাবিদার বলে মনে করা হচ্ছিল। সে ক্ষেত্রে প্রতিষ্ঠাতাদের বাইরে এই প্রথম কেউ ওই পদে আসতেন। সংস্থার সর্বোচ্চ বেতনও পেতেন শ্রীনিবাস। সদ্য সংস্থা ছাড়া ভি বালকৃষ্ণনের দাবি, শীর্ষ পদের দৌড় থেকে ছিটকে যাওয়া ইস্তফার কারণ হতে পারে। নারায়ণমূর্তি অবসর ভেঙে ফেরার পর এই নিয়ে ১০ জন শীর্ষ কর্তা সংস্থা ছাড়লেন।
সব রুগ্ণ ইউরিয়া কারখানাই চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্র
সংস্কারের পথে হেঁটে সার তৈরিতে দেশকে স্বাবলম্বী করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পদক্ষেপ হিসেবেই দেশের সমস্ত রুগ্ণ ইউরিয়া কারখানাকে চাঙ্গা করতে পদক্ষেপ করবে কেন্দ্র। বুধবার এ কথা জানান রাসায়নিক ও সার মন্ত্রী অনন্ত কুমার। এ জন্য এফসিআইএল, এইচসিআইএল-সহ বন্ধ ৮টি রাষ্ট্রায়ত্ত কারখানাকে চাঙ্গা করতে খসড়া তৈরির কাজও শুরু করেছে মন্ত্রক। কুমার বলেন, “খারিফ মরসুমে ইউরিয়ার ঘাটতি হবে না। এ নিয়ে কৃষি মন্ত্রক ও প্রতিটি রাজ্যের সঙ্গে কথা বলব।”
আরআইএলকে সায়
পান্না, মুক্তা ও তাপ্তী গ্যাস ক্ষেত্র নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধের মীমাংসায় আরআইএল-কে লন্ডনে সালিশির অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এ দিকে, কেজি বেসিনে সংস্থার ব্লকে ঠিক ভাবে নজরদারি না-করার জন্য তেল মন্ত্রককে তুলোধোনা করল সিএজি।