স্যামসাঙের নয়া বাজি গ্যালাক্সি এ-৮

ভারতে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। তবে স্যামসাঙের দাবি, দৌড়ে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে তারা। প্রাধান্য বজায় রাখতে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ-৮ আনল সংস্থাটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:৪৯
Share:

নতুন ফোন হাতে সংস্থার কর্ণধাররা। ছবি: পিটিআই।

ভারতে স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। তবে স্যামসাঙের দাবি, দৌড়ে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে তারা। প্রাধান্য বজায় রাখতে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ-৮ আনল সংস্থাটি।

Advertisement

সাম্প্রতিক কালে মাইক্রোম্যাক্স, জিওনি, জিয়াওমি-র মতো সংস্থা স্মার্টফোন ক্রেতাদের নজর টেনেছে। যদিও স্যামসাং ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং, আইটি অ্যান্ড মোবাইল) অসীম ওয়ারসির দাবি, তাঁদের স্মার্টফোনের বাজার বাড়ছে। মঙ্গলবার নতুন ফোনের উদ্বোধনের ফাঁকে তিনি জানান, সংশ্লিষ্ট বাজারের ৪০ শতাংশই রয়েছে তাঁদের দখলে। জানুয়ারিতে তা ছিল ৩৫%। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফোন তৈরির জন্যই এই সাফল্য, দাবি তাঁর।

নতুন গ্যালাক্সি এ-৮ ফোনটি সংস্থার ভাঁড়ারে সবচেয়ে সরু (৫.৯ মিলিমিটার) স্মার্টফোন। দাম ৩২,৫০০ টাকা। ওয়ারসি-র মতে, এই ধরনের দামি ফোনে নকশা ও ক্যামেরা ক্রেতার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, নতুন ফোনটি ক্রেতার আশা পূরণ করবে।

Advertisement

ফোরজি পরিষেবার উপযুক্ত গ্যালাক্সি এ-৮’এর দৈর্ঘ্য ৫.৭ ইঞ্চি। মূল ক্যামেরার ক্ষমতা ১৬ এমপি এবং সামনেরটির ৫ এমপি। (১.৮/১.৩) গিগাহার্ৎজ অক্টা কোর প্রসেসর ও ২ জিবি র‌্যামের সঙ্গে এ-৮’এর অভ্যন্তরীণ মেমরি ৩২ জিবি, যা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ব্যাটারির ক্ষমতা ৩০৫০ এমএএইচ। রয়েছে ‘ডুয়াল সিম’-এর সুবিধাও।

নিরাপত্তার বিষয়টির উপর বাড়তি নজর দিতে ফোনে আঙুলের ছাপ ‘স্ক্যান’ করে (ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার) তা দিয়ে ‘লক’ খোলার ব্যবস্থা রেখেছে সংস্থা। সম্পূর্ণ ধাতব ফোনটি মিলবে সাদা, কালো ও সোনালি, এই তিন রঙে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন