চিত্রকলা ও ভাস্কর্য ২

রাধা-কৃষ্ণের রূপে উজ্জ্বল

অজয়কুমার বন্দ্যোপাধ্যায় ভারতীয় চিত্ররীতিতে কাজ করে আসছেন। শিল্পী পৌরাণিক বিষয় নিয়ে ছবি করেন, তেমনই নিসর্গ রচনায়ও তাঁর দক্ষতা অসামান্য।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০৮
Share:

অজয়কুমার বন্দ্যোপাধ্যায় ভারতীয় চিত্ররীতিতে কাজ করে আসছেন। শিল্পী পৌরাণিক বিষয় নিয়ে ছবি করেন, তেমনই নিসর্গ রচনায়ও তাঁর দক্ষতা অসামান্য। কোমল সংবৃত রূপারোপে দৃশ্যের নিহিত লাবণ্য যেভাবে উৎসারিত করেন, তা আধুনিকতার দেশীয় আত্মপরিচয়কে উদ্ভাসিত করে। গোলপার্কের রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল তাঁর ছবির প্রদর্শনী। ‘সীতাহরণ’ ও ‘বিবেকানন্দ রক’ ছবি দুটি আকর্ষণ করে রূপায়ণের প্রজ্ঞাদীপ্ত সংবৃতির জন্য।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: • অ্যাওয়ার্ডস শো ৪ মার্চ পর্যন্ত।

চিত্রকূট গ্যালারি: • অঞ্জন ভট্টাচার্য ২৮ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • প্রবীর পুরকায়স্থ কাল শেষ।

এ এম স্টুডিও: • সুহাস রায়, অতীন বসাক, শ্রীকান্ত পাল ৪ মার্চ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement