Christmas Special

অভাবেও উত্সবে, দেখুন ভিডিও

পারলে হয়ত সান্তার নামে নালিশ ঠুকে দিত ছোটরা। কারও মোজায় নামমাত্র উপহার, কারও আবার তাও নেই। কলকাতা এই প্রথমবার দেখল ক্যাশলেস ক্রিসমাস। নোটের চোটে ‘বন্দি’ পকেট।

Advertisement
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ১৫:২৩
Share:

পারলে হয়ত সান্তার নামে নালিশ ঠুকে দিত ছোটরা। কারও মোজায় নামমাত্র উপহার, কারও আবার তাও নেই। কলকাতা এই প্রথমবার দেখল ক্যাশলেস ক্রিসমাস। নোটের চোটে ‘বন্দি’ পকেট। তাই পার্কস্ট্রিটের আলোর আড়ালে এ বার একটু বেশিই দীর্ঘশ্বাস যেন চাপা রয়ে গেল। বড়দিনের সাজানো পসার ছিল। কিন্তু বিক্রিবাটায় বেশ ধাক্কা লেগেছে ডিমনিটাইজেশনের। তা বলে কি উত্সব হবে না নাকি! অসুবিধে নিয়েই, সাবধানে খরচের ব্রত নিয়েই বড়দিনের আগের রাত থেকেই আলো ঝলমলে, জমজমাট, পার্কস্ট্রিট থেকে বো ব্যারাকস। কলকাতা কখনও উত্সবে কামাই দেয় না। মেরি ক্রিসমাস!

Advertisement

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement