WBBME Fazil's third semester results

উচ্চ মাধ্যমিকের পর ফাজিল! সেমেস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষার ফলপ্রকাশ কবে?

ফাজিল পরীক্ষার তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ হবে ১২ নভেম্বর। বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ফল প্রকাশ করবে পর্ষদ। ওয়েবসাইটে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৩:৩২
Share:

প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের মতো সেমেস্টার পদ্ধতিতে প্রথম বার পরীক্ষা হচ্ছে মাদ্রাসা বোর্ডের ফাজিলেও। বুধবার, ১২ নভেম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করতে চলেছে।

Advertisement

জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে এই ফলপ্রকাশ হবে। পর্ষদের ওয়েবসাইটে তা দেখা যাবে। মার্কশিটও ডাউনলোডও করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে।

ফাজিল ২০২৬-এর তৃতীয় সেমেস্টার পরীক্ষা শেষ হয়েছিল গত ১১ অক্টোবর। পরীক্ষা শেষের ৩৩ দিনের মাথায় এই ফলপ্রকাশ করছে পর্ষদ। মাদ্রাসায় এই পর্বের পরীক্ষার্থী ছিল প্রায় ৭ হাজার। আসন্ন বিধানসভা ভোটের কারণে চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে পর্ষদের তরফ থেকে। ২৯ জানুয়ারি ২০২৬ ওই পরীক্ষা শুরু হবে।

Advertisement

এ বারই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যে মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল পরীক্ষাও হয়েছে ওএমআর শিট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement