College Admission 2025

অবশেষে কেটেছে জট, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তি হবেন কলেজে, কবে চালু হচ্ছে পোর্টাল?

বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই খুলবে অভিন্ন পোর্টাল। তার পরই স্নাতক স্তরের প্রথম সেমেস্টারে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৩:৩২
Share:

চলতি মাসেই খুলবে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল। প্রতীকী ছবি।

অবশেষে খুলতে চলেছে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পোর্টাল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর এক মাস পেরিয়ে গিয়েছে। রাজ্যের পড়ুয়ারা বসে রয়েছেন কলেজে ভর্তির অপেক্ষায়। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৭ তারিখ থেকে খুলবে অভিন্ন পোর্টাল। ওই দিন বিকেল ৪টের পর থেকে স্নাতক স্তরের প্রথম সেমেস্টারে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা। উচ্চ শিক্ষা দফতরের তরফে শীঘ্রই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি।

Advertisement

বুধবারই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে। চলতি সপ্তাহের মধ্যেই যে পোর্টাল খুলে যাবে তার ইঙ্গিতও দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রকাশিত হবে বিজ্ঞপ্তিও।

৭ মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। এ ছাড়াও, দ্বাদশ স্তরের অন্য বোর্ডের ফলও প্রকাশ হয়ে গিয়েছে প্রায় এক মাস আগে। গত বছর থেকেই রাজ্যের শিক্ষা দফতরের তরফে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অভিন্ন পোর্টাল চালু করা হয়েছিল।

Advertisement

চলতি বছর ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না, এমনই দাবি করেছিল শিক্ষা দফতর। গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করায় ভর্তি সংক্রান্ত সংরক্ষণের জট কেটেছে। তার পরেই উচ্চ শিক্ষা দফতর সূত্রে ভর্তির দিনক্ষণ জানা গিয়েছে।

উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। ওই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। দেশের যে কোন স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ সমতুল্য প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। তাঁরা মোট ৭ হাজার ২১৭টি কোর্সের মধ্যে থেকে নিজের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement