এনআইটি সিকিম। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থার গবেষণা প্রকল্পে কর্মখালি। ওই প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী নিয়োগ করা হবে। প্রকল্পটিতে বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক আর্থিক অনুদান দেবে। নিযুক্তদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সিকিমে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ভিএলএসআই ডিজ়াইন, এমবেডেড সিস্টেমস নিয়ে গবেষণার কাজ করতে হবে।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তদের কত টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে, সে বিষয়ে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। নিযুক্ত ব্যক্তিরা শর্তসাপেক্ষে এনআইটি সিকিম থেকে পিএইচডি করারও সুযোগ পাবেন।
আগ্রহীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সিকিমের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।