Indian Railway Jobs 2025

উত্তর-পূর্ব রেলে এক হাজারেরও বেশি শূন্যপদ, কী ভাবে আবেদন করবেন?

১৫ থেকে ২৪ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৪
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে উত্তর-পূর্ব রেলের শূন্যপদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১,১০৪।

Advertisement

এই পদে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, তাঁদের দশম উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

মেধার ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে শিক্ষানবিশরা প্রতি মাসের পারিশ্রমিক পাবেন। নিযুক্তদের মোট এক বছরের জন্য গোরখপুর, গোন্দা, বারাণসী, লখনউ-সহ উত্তর-পূর্ব রেলের বিভিন্ন ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। পাশাপাশি, অনলাইনে একটি ফর্মপূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইন্টারভিউয়ের দিনক্ষণ সম্পর্কিত বিষয়ে পরে যোগাযোগ করে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement