স্নাতকদের প্রশিক্ষণ দেবে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। হাতে কলমে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে কাজ শেখার সুযোগ পাওয়া যাবে। মোট আসন ৬৬টি।
কোন ট্রেড-এ চলবে প্রশিক্ষণ?
- ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, সিভিল ট্রেড-এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে যাঁরা ওই ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র পেয়েছেন কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন, তাঁরা প্রশিক্ষণটি নিতে পারবেন।
- এ ছাড়াও সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক; হিউম্যান রিসোর্স, সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
- একই সঙ্গে আইন, হিন্দি বিষয়ে স্নাতকদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
বয়স:
১৮ বছর থেকে ২৪ বছর বয়সিদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের মেয়াদ:
মোট এক বছরের চুক্তিতে কলকাতা, দুর্গাপুর, আলিপুরদুয়ার, মালদহ, শিলিগুড়ি, কল্যাণী, গড়বেতা, গ্যাংটক, রংপো, নিউ মেইলি-সহ মোট ১৭টি দফতরে প্রশিক্ষণ চলবে।
ভাতা:
প্রশিক্ষণের সময় ১৩,৫০০ টাকা থেকে শুরু করে ১৭,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
কী ভাবে যোগ্যতা যাচাই?
স্নাতক বা ট্রেডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে শিক্ষানবিশির জন্য প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদনের শর্তাবলি:
- অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া পোর্টাল কিংবা আগ্রহীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) মাধ্যমে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হবে।
- রেজিস্ট্রেশনের শংসাপত্র পেলে, তা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন।
- আবেদনের শেষ দিন ৬ অক্টোবর।