IISWBM upgrade proposal upgrade proposal

স্বশাসিত হতে চায় দেশের প্রথম ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠান! ফের প্রস্তাব দিল আইআইএসডব্লিউবিএম

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত হল প্রতিষ্ঠানের পদক প্রদান অনুষ্ঠান। প্রায় ১২০জন পড়ুয়াকে রৌপ্য ও স্বর্ণ পদক প্রদান করা হয়। সেই মঞ্চ থেকেই ফের দাবি ওঠে স্বশাসিত ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় গড়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬
Share:

নিজস্ব চিত্র।

২০১৭ সাল থেকেই বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেতে চাইছে দেশের প্রথম ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার বিজনেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)। সে বছরই এই প্রস্তাব করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আট বছরে কাজ এগোয়নি। ফের সেই দাবি উঠল প্রতিষ্ঠানের পদক প্রদান অনুষ্ঠানে।

Advertisement

মঙ্গলবার, দীর্ঘ ৯ বছর পর আয়োজিত হল প্রতিষ্ঠানের পদক প্রদান অনুষ্ঠান। প্রায় ১২০জন পড়ুয়াকে রৌপ্য ও স্বর্ণ পদক প্রদান করা হয়। সেই মঞ্চ থেকেই ফের দাবি ওঠে স্বশাসিত ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় গড়ার।

১৯৫৩-এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম ম্যানেজমেন্ট স্কুল হিসাবে আত্মপ্রকাশ করে। যদিও এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪২ সাল নাগাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে ব্রিটিশ সরকারই তাদের অস্ত্র কারখানা এবং শিল্প সংস্থাগুলির জন্য শ্রম আধিকারিক তৈরির লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সূচনা করেছিল। সে সময়ও সোশ্যাল ওয়েলফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছিল এই প্রতিষ্ঠান।

Advertisement

দীর্ঘদিন ধরেই আইআইএসডব্লিউবিএম-কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি উঠছে। শিক্ষক ও প্রাক্তনীদের তরফে ২০১৬-এ রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাবও দে‌ওয়া হয় সে বিষয়ে। ২০১৭-এ মুখ্যমন্ত্রীও মৌখিক ভাবে সে প্রস্তাব সমর্থন করেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি গত আট বছরে।

জানা গিয়েছে, ২০১৭ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী অধিকর্তা না থাকায় এই কাজ এগোয়নি। চলতি বছর ফেব্রুয়ারিতে নতুন ডিরেক্টর স্থায়ী পদে যোগ দিয়েছেন।‌ তাই নতুন করে বিশ্ববিদ্যালয় গড়ার দাবি উঠেছে। সম্প্রতি আইআইএসডব্লিউবিএম প্রেসিডেন্ট অভিজিৎ চক্রবর্তী শিক্ষামন্ত্রী বসুর সঙ্গে দেখা করে প্রাচীন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটিকে স্বশাসিত করার কথাও জানান।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে মৌখিক প্রস্তাব দেওয়া হয়। সে সময়ই শিক্ষামন্ত্রী লিখিত প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে তিনি আশ্বস্ত করেন তিনি। অভিজিৎ বলেন, “আমরা চাই প্রায় ৭৫ বছরের এই পুরনো ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি স্বশাসিত হোক। আমরা মৌখিক প্রস্তাব দিয়েছি। লিখিত আকারে সরকার এবং উচ্চশিক্ষা দফতরকে জানাব।”

জানা গিয়েছে, ২০১১ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তিন একর জমি ক্রয় করে নিউটাউনে। নতুন ভবনের কাজও শুরু হয়। কিন্তু ২০১৬ সালে অজ্ঞাত কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে সরকারকে সেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য এ দিন বলেন, “এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গুরুত্ব অনেক। বিশ্ববিদ্যালয় করার জন্য আমার কাছে কোন‌ও প্রস্তাব দিলে গুরুত্ব দিয়ে বিচার করে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

মঙ্গলবারের অনুষ্ঠানে ১২৪ জন ছাত্র-ছাত্রীকে পদক প্রদান করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement