AI Courses Admission 2025

কৃত্রিম মেধা, রোবোটিক্স নিয়ে পড়াশোনা করতে চান? সুযোগ দেবে সি-ড্যাক

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) অ্যাডভান্সড কম্পিউটিং, রোবোটিক্স, কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি নেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অ্যাডভান্সড কম্পিউটিং, কৃত্রিম মেধা, রোবোটিক্স নিয়ে জানতে আগ্রহী? বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখার যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও উল্লিখিত বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি নেবে।

Advertisement

কী কী বিষয় পড়ানো হবে?

অ্যাডভান্সড কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, এমবেডেড সিস্টেমস ডিজ়াইন; আইটি ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেমস অ্যান্ড সিকিউরিটি, ভিএলএসআই ডিজ়াইন, মোবাইল কম্পিউটিং, অ্যাডভান্সড সিকিওর সফট্অয়্যার ডেভেলপমেন্ট, রোবোটিক্স অ্যান্ড অ্যালায়েড টেকনোলজিস, এইচপিসি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ফিনটেক অ্যান্ড ব্লকচেন ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিকস্।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশনস, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন কিংবা অন্য যে কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও পদার্থবিদ্যা, রাশিবিজ্ঞান, গণিতে স্নাতক হলেও ভর্তি হতে পারবেন। তবে, প্রার্থীদের স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।

খরচ কত?

উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার জন্য কোর্স ফি হিসাবে ৭৬,৫০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও আবেদনমূল্য হিসাবে ১,৫৫০ টাকা থেকে ১,৭৫০ টাকা ধার্য করা হয়েছে।

কোথায় ক্লাস হবে?

কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, পটনা, নয়া দিল্লি-সহ মোট ১২ শহরে সিড্যাক-এর দফতরে ক্লাস করানো হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর প্লেসমেন্ট-এর সুযোগ পাবেন পড়ুয়ারা।

প্রবেশিকার মাধ্যমে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ওই পরীক্ষা ১০ এবং ১১ জানুয়ারি, ২০২৬-এ হতে চলেছে।

অনলাইনে সিড্যাক-এর ওয়েবসাইট মারফত ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে হবে। প্রবেশিকার ফল ২২ জানুয়ারি প্রকাশিত হতে চলেছে। ক্লাস শুরু হবে ২৫ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement