কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল নিয়ে গবেষণার কাজ হবে বিশ্ববিদ্যালয়ে। এই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। এ জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মধ্যে যাচাই করা হবে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ফোরামিনিফেরাল বায়োফেসিস জ়োনেশন ফ্রম দ্য সুন্দরবন ম্যানগ্রোভস, ইন্ডিয়া’। প্রকল্পটি বিশ্ববিদ্যালয়েরই মাইনর ইনোভেটিভ রিসার্চ প্রজেক্ট।
প্রকল্পে প্রজেক্ট ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়কালে নিযুক্ত ব্যক্তির মোট সাম্মানিক হবে ৫০,০০০ টাকা।
এই পদে আবেদন জানাতে প্রার্থীদের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। জানানো হয়েছে, আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিওলজিতে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আগামী ২৮ অগস্ট নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে দুপুর আড়াইটার মধ্যে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ শুরু দুপুর ৩টে থেকে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।