NSOU Admission 2025

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বিশেষ প্রশিক্ষণ, কারা যোগ দিতে পারবেন?

পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে ইংরেজি ও বাংলা— দু’টি ভাষাতেই। ইন্টার্নশিপের জন্য বরাদ্দ ফি ১,৬০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৮:৩৫
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

২০২০-এর জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছে। আন্তঃবিভাগ পড়াশোনার পাশাপাশি জোর দেওয়া হয়েছে গবেষণা এবং উদ্ভাবনের উপরেও। সেই মতো দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন বছরের স্নাতক ছাড়াও চালু হয়েছে চার বছরের কোর্স। যেখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অনার্স নিয়ে পড়ার পাশাপাশি এক বছর গবেষণারও সুযোগ পাবেন পড়ুয়ারা। কিন্তু কেমন ভাবে গবেষণার কাজ সম্পন্ন হয়, তা জানাতে স্নাতকের পড়ুয়াদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

Advertisement

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ় বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের সঙ্গে সম্মিলিত ভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি বা ইন্টার্নশিপের আয়োজন করছে। এ ক্ষেত্রে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে হাইব্রিড অর্থাৎ অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই। এই কর্মসূচি চলবে ১২ সপ্তাহ বা তিন মাস ধরে। পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে ইংরেজি ও বাংলা— দু’টি ভাষাতেই। ইন্টার্নশিপের জন্য বরাদ্দ ফি ১,৬০০ টাকা।

যে কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়াদের গবেষণার দক্ষতা বৃদ্ধির জন্য এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। তবে তাঁদের চার বছরের স্নাতক কোর্সের পঞ্চম বা ষষ্ঠ সেমেস্টারে পাঠরত হতে হবে। যাঁরা সমাজবিজ্ঞান বা সম্পর্কিত ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন বা এই বিষয়ে বিশদ জানতে আগ্রহী, তাঁরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

ইন্টার্নশিপে শেখানো হবে গবেষণাপত্রে কী ভাবে এবং কোন ক্ষেত্র নিয়ে গবেষণা করার কথা ভাবা যায়, কোন কোন উপায়ে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায়, পরীক্ষানিরীক্ষার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও সে সংক্রান্ত রিপোর্ট তৈরি করা, গবেষণার এবং পেশাপ্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার মতো নানা বিষয়।

পড়ুয়ারা এ জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ১৭ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement