Gour Banga University Admission 2025

আইন-সহ নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, স্নাতকোত্তরের ভর্তি শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৭:৪৩
Share:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলা, বিজ্ঞান, বাণিজ্য, আইন-এর মতো একাধিক বিভাগে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে আরবি, বাংলা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ভূগোল, ইতিহাস, আইন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়ম, গণিত, দর্শন, পদার্থবিদ্যা, ফিজ়িয়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজবিদ্যা এবং প্রাণীবিদ্যা বিষয় নিয়ে পড়া যাবে। সমস্ত বিভাগের মধ্যে সমাজবিদ্যা, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইংরেজি, এডুকেশন, বাংলা এবং আরবি ভাষাতেই রয়েছে সর্বাধিক শূন্য আসন— ১২২টি।

ইতিহাস নিয়ে স্নাতকোত্তরের জন্য পড়ুয়াদের স্নাতকে ইতিহাসে অনার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রতি বিষয়ের জন্যই যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। তবে আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Advertisement

পড়ুয়াদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে সমস্ত কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ৫ সেপ্টেম্বর। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement