কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
চলতি শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু করল আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তরফে অ্যানিম্যাল সায়েন্স, বাংলা, অ্যাপ্লায়েড সাইকোলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জ়ুলজি, কমার্স, কনসারভেশন বায়োলজি, এডুকেশন, ইংরেজি, ভূগোল, অ্যাপ্লায়েড জিওলজি, জিওইনফরমেটিক্স, হিন্দি, ইতিহাস, দর্শন, আইন, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, উর্দু, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যাল ওয়ার্ক, সংস্কৃত, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর করা যাবে। প্রতি বিষয়ের জন্য কত সংখ্যক আসন শূন্য রয়েছে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স নিয়ে স্নাতক হতে হবে। বাকি বিষয়ের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে। বিভিন্ন কোর্সে পড়ুয়াদের মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। তবে এমবিএ, এমএসডব্লিউ, এমসিএ কোর্সে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই হবে ভিন্ন পদ্ধতি মেনে, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রের লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর জন্য কোনও অর্থ জমা দিতে হবে না। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। ভর্তি প্রক্রিয়া শেষের পর ১ সেপ্টেম্বর থেকে শুরু বিভিন্ন কোর্সের ক্লাস। এ বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।