স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় সাড়ে ছ’হাজার শূন্যপদে নিয়োগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে প্রকাশ, দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ পাবেন কর্মীরা। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। যা সম্প্রতি শুরু হয়েছে।
ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে। ‘রেগুলার’ এবং ‘ব্যাকলগ’ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৮৯। এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে। রাজ্যের জন্য নির্ধারিত শূন্যপদের সংখ্যা ২৭০। ব্যাঙ্কে নিযুক্তদের প্রথম ছ’মাস ‘প্রোবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, পটনা, গুয়াহাটি, মুম্বাই-সহ দেশের অন্যান্য স্থানে। তাঁদের বেতন কাঠামো হবে মাসে ২৪,০৫০-৬৪,৪৮০ টাকা।
জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদনের বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২০-২৮ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশপাশি, তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক যোগ্যতাসম্পন্ন হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, স্থানীয় ভাষায় পারদর্শিতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আবেদনমূল্য বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। এর পর সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে। আগামী ২৬ অগস্ট আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।