National Institute of Biomedical Genomics

ক্যানসার নিয়ে গবেষণার কাজ কল্যাণীর প্রতিষ্ঠানে, প্রয়োজন গবেষকের

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,০০০ বা ৩১,০০০ টাকা। এ ছাড়া, মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৬:৫৯
Share:

এনআইবিএমজি। ছবি: সংগৃহীত।

কোলোন ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণী-তে। সেই প্রকল্পেই গবেষক প্রয়োজন। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য আর্থিক সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে ক্যানসার সংক্রান্ত কাজের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে প্রথমে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের দক্ষতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,০০০ বা ৩১,০০০ টাকা। এ ছাড়া, মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদনের জন্য প্রার্থীদের ন্যাচরাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি/মেডিসিনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement