Kanyashree University Admission 2025

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, যোগ্যতা যাচাই কী ভাবে?

বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং আইনের নানা বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৬:৫৩
Share:

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে কলা, বিজ্ঞান এবং আইনের নানা বিষয়ে স্নাতকোত্তর করা যাবে। বিষয়গুলি হল— বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল, ফুড অ্যান্ড নিউট্রিশন, আইন, সোশ্যাল ওয়ার্ক, সংস্কৃত, গণিত এবং মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। বিভিন্ন কোর্সের আসনসংখ্যার বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, বিভিন্ন কোর্সে অ্যাডমিশন ফি বাবদ ৪,৯৫০ টাকা থেকে সর্বাধিক ৭,৭০০ টাকা জমা দিতে হবে।

গণিত স্নাতকোত্তরের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্স নিয়ে স্নাতক হতে হবে। বাকি বিষয়ের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে। তবে বিভিন্ন কোর্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে তাঁদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement