Harichand Guruchand University Admission 2025

হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরের ভর্তি, কোন কোন বিষয় পড়ার সুযোগ?

প্রতি বিষয়ে মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৯:২০
Share:

হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরের ভর্তি, কোন কোন বিষয় পড়ার সুযোগ?

উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু ৮ অগস্ট।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। মোট চারটি বিষয়ের মধ্যে রয়েছে, বাংলা, এডুকেশন, ইতিহাস এবং জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন। দু’বছরের স্নাতকোত্তরের কোর্সগুলি মোট চারটি সেমেস্টারে বিভক্ত। বিষয়ের ভিত্তিতে সেমেস্টার পিছু খরচ ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪,৮০০ টাকা।

বাংলায় স্নাতকোত্তরের জন্য পড়ুয়াদের বাংলা অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতকরা। বাকি বিষয়ের জন্যও প্রয়োজন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা। জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন ছাড়া, বাকি বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীদের ২০২২-’২৪ সালের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর প্রতি বিষয়ে মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement