হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)-এ কাজের সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার একটি প্রোজেক্ট সাইটে একাধিক পদমর্যাদায় প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। রয়েছে বেশ কিছু শূন্যপদ। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
সংস্থায় মেট (মাইনস), ব্লাস্টার (মাইনস), ডিজেল মেকানিক, ফিটার, টার্নার/ মেশিনিস্ট, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান (সিভিল), ড্রাফটসম্যান (মেকানিক্যাল), কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক, মেসন (বিল্ডিং কন্ট্রাক্টর), কার্পেন্টার, প্লাম্বার, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং সোলার টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৬৭।
সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে এক থেকে তিন বছর পর্যন্ত। নিযুক্তদের ১৯৬১ সালের শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায়। মেট এবং ব্লাস্টার (মাইনস) পদ ছাড়া বাকি পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও থাকতে হবে।
বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
চাকরিপ্রার্থীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন জানাতে হবে। আগামী ২৭ অগস্ট আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।