CU Admission 2025

ইলেক্ট্রনিক সায়েন্সে পিএইচডি করবেন? ভর্তি শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে

সংশ্লিষ্ট প্রোগ্রামে সর্বাধিক সাতটি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:৩৪
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজ়াইন, কন্ট্রোল সিস্টেম, সিস্টেম ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন-এর মতো নানা ক্ষেত্রের জন্য ইলেক্ট্রনিক সায়েন্স বিষয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে চাকরি ক্ষেত্রেও এই বিষয়ের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাই যাঁরা এই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পরেও উচ্চতর শিক্ষাগ্রহণে আগ্রহী হন, তাঁরা খোঁজ নিতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সেখানে এই বিষয়ে পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের ইলেক্ট্রনিক সায়েন্স বিভাগে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সংশ্লিষ্ট প্রোগ্রামে সর্বাধিক সাতটি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আবেদনকারীদের ইলেকট্রনিক সায়েন্স বা পদার্থবিদ্যায় এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক বা এমই-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডিতে ভর্তির আবেদন করতে পারবেন। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা।

Advertisement

কোর্সে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আয়োজিত রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। তবে যাঁরা ইউজিসি-সিএসআইআর নেট/ গেট/ স্লেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা এমফিল/ এমটেক/ এমই ডিগ্রিধারী অথবা ইনস্পায়ার বা শিক্ষকতার অন্য কোনও ফেলোশিপ প্রাপক, তাঁদের ক্ষেত্রে রয়েছে আলাদা নিয়ম। তাঁদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে ইন্টারভিউয়ের দিন সবার কাছে গবেষণার বিষয় সংক্রান্ত ‘রিসার্চ প্রোপোজ়াল’ থাকা জরুরি।

আগ্রহীদের এর জন্য আবেদনপত্র-সহ অন্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। পাশাপাশি, অনলাইনে আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন হবে লিখিত পরীক্ষা। ইন্টারভিউ ১০ জুলাই। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement