সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
এ বছরের সমস্ত স্বীকৃত বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর পর পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। যাঁরা আইন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করতে চান, তাঁরা নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে খোঁজ করতে পারেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনের দু’টি ইন্টেগ্রেটেড কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারেন।
বিশ্ববিদ্যালয় থেকে যে দু’টি কোর্স করা যাবে, সেগুলি হল— বিএ এলএলবি অনার্স এবং বিকম এলএলবি অনার্স। দু’টিই পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি প্রোগ্রাম। মেয়াদ পাঁচ বছর।
সংশ্লিষ্ট কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদনকারীর বয়স ২০ বছরের কম হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। সে বিষয়ের উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের মেধার মূল্যায়ন করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা (এক্সল্যাট)-এর মাধ্যমে। পরীক্ষাটি কম্পিউটার নির্ভর। আগামী ১৪ জুন ২০২৫ তারিখে ২ ঘণ্টার ওই পরীক্ষা হবে। বরাদ্দ নম্বর ১০০, প্রশ্ন হবে এমসিকিউধর্মী।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ৯ জুন আবেদনের শেষ দিন। কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে আগামী ২৮ জুন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে থেকে জানা যাবে।