Vidyasagar University Admission 2025

দু’টি বিষয়ে তিন মাসের কোর্স করাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কী ভাবে করতে হবে আবেদন?

সমস্ত কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১৮:৫৩
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দু’টি ভিন্ন কিন্তু যুগোপোযোগী বিষয় পড়ানো হবে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরফে এমনটা জানানো হয়েছে। একই সঙ্গে, সংশ্লিষ্ট বিষয়গুলিতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়েছে। আবেদন গ্রহণ করা হবে অনলাইন বা অফলাইন মাধ্যমে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন’ (সিসিএই)-এর তরফে কোর্সগুলি করানো হবে। বিষয়গুলি হল— ‘ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি’ এবং ‘ইংলিশ ফর অল’। দু’টি-ই সার্টিফিকেট কোর্স।

কোর্সগুলিতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা ভর্তি হতে পারবেন। ‘ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি’ বিষয়ের ক্ষেত্রে আগ্রহীদের বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা উচ্চশিক্ষিত হতে হবে। অন্য দিকে, ‘ইংলিশ ফর অল’ কোর্সের জন্য স্নাতক যোগ্যতাসম্পন্ন হওয়া জরুরি।

Advertisement

‘ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি’ এবং ‘ইংলিশ ফর অল কোর্সে’ যথাক্রমে ৩০ এবং ৪০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। দু’টি কোর্সেরই মেয়াদ তিন মাস। ‘ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি’ এবং ‘ইংলিশ ফর অল’ কোর্সের জন্য বরাদ্দ ফি যথাক্রমে ৫০০০ টাকা এবং ১০০০ টাকা।

সমস্ত কোর্সে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি মেনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। তার আগে আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুয়ায়ী আবেদন পত্র-সহ অন্য নথি পাঠাতে হবে উল্লিখিত ঠিকানা বা মেল আইডি-তে। সঙ্গে পাঠাতে হবে আবেদনমূল্য বাবদ ২০০ টাকাও। আবেদনের শেষ দিন আগামী ৫ জুন। এই বিষয়ে বাকি তথ্য জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement