কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
উদ্ভিদবিদ্যা বা বোটানি নিয়ে স্নাতকোত্তরের পর যদি গবেষণার কাজে আগ্রহ থাকে, তা হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেওয়া যেতে পারে। সেখানে শুরু হয়েছে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ সার্কুলার রোড শাখায় উদ্ভিদবিদ্যায় পিএইচডি-র জন্য সর্বাধিক ৩২টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। তবে যাঁরা ইউজিসি-সিএসআইআর নেট/ গেট/ স্লেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ বা এমফিল/ এমটেক/ এমই ডিগ্রিধারী অথবা ইনস্পায়ার বা শিক্ষকতার অন্য কোনও ফেলোশিপ প্রাপক, তাঁদের মূল্যায়ন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ে আগামী ২৬ জুন লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্ন হবে এমসিকিউধর্মী। পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে ১ জুলাই। এর পর ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।
পিএইচডি-তে আবেদনকারীদের উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অফিসে জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। আগামী ১৮ জুন আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।