কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন বিভাগে পিএইচডি-র সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড অপটিক্স অ্যান্ড ফোটোনিক্স বিভাগেও এ বার উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, এ জন্য পড়ুয়াদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য চলতি বছরে চারটি আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। যাঁদের অপটিক্স অ্যান্ড অপ্টোইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন/ অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বা সমতুল বিষয়ে এমটেক রয়েছে, তাঁরা পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও আবেদন জানাতে পারবেন উচ্চশিক্ষার জন্য, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় ছাড় পাবেন নেট/ সেট/ গেট যোগ্যতাসম্পন্ন এবং এমফিল/ এমটেক/ এমই ডিগ্রিধারীরা। তাঁদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমেই মূল্যায়ন করা হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। একইসঙ্গে জমা দিতে হবে আবেদনমূল্যে বাবদ ১০০ টাকাও। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।