QS Global MBA Ranking 2026

প্রথম একশোয় আইআইএম কলকাতা! বিশ্ব সেরা বিজ়নেস স্কুলের তালিকায় দেশের আর কোন প্রতিষ্ঠান?

আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) প্রতি বছরের মতোই বিভিন্ন বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানকে নানা মাপকের ভিত্তিতে মূল্যায়ন করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯
Share:

আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।

বিশ্ব সেরা ১০০ বিজ়নেস স্কুলের তালিকায় ঠাঁই করে নিল দেশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার আন্তর্জাতিক ‘কিউএস গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিং’-এর এই তালিকা প্রকাশ করা হয়। আর তাতেই প্রথম ১০০টি ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেশের তিনটি প্রতিষ্ঠানের নাম উঠেছে। এর মধ্যে অন্যতম আইআইএম (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) কলকাতা।

Advertisement

২০২৬ সালের ‘কিউএস গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিং’-এর তালিকায় দেশের ১৪টি বিজ়নেস স্কুল স্থান অধিকার করেছে। এর মধ্যে প্রথম ১০০-এর তালিকায় রয়েছে আইআইএম বেঙ্গালুরু। তাদের স্থানাঙ্ক ৫২। আইআইএম আমদাবাদ রয়েছে ৫৮তম স্থানে। আইআইএম কলকাতার স্থানাঙ্ক ৬৪।

গত বছরের তুলনায় এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের র‍্যাঙ্কই কিছুটা উপরে উঠেছে। গত বছর আইআইএম বেঙ্গালুরুর র‍্যাঙ্ক ছিল ৫৩, আইআইএম আমদাবাদের র‍্যাঙ্ক ছিল ৬০ এবং আইআইএম কলকাতার র‍্যাঙ্ক ছিল ৬৫।

Advertisement

দেশের অন্য এমবিএ স্কুলও এ বছরের কিউএস তালিকায় রয়েছে। এর মধ্যে আইআইএম ইনদওর ১৫১-২০০ র‍্যাঙ্কের মধ্যে, আইআইএম কোজিকোড় এবং আইআইএম লখনউ রয়েছে ২০১-২৫০ র‍্যাঙ্কের মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক সংস্থা কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) প্রতি বছরের মতোই বিভিন্ন বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক শিক্ষাপ্রতিষ্ঠানকে নানা মাপকে মূল্যায়ন করেছে। ২০২৬ সালের তালিকার জন্য ৮০টি দেশের ৩৯০টি প্রতিষ্ঠানের এমবিএ প্রোগ্রামকে খতিয়ে দেখা হয়। প্রতিষ্ঠানগুলিকে সেখানে পড়ুয়াদের চাকরির সুযোগ, এন্ত্রেপ্রনওরশিপ, প্রাক্তনীদের সাফল্য, রিটার্ন অফ ইন্টারেস্ট, থট লিডারশিপ, বৈচিত্র্য-এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement