সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ। ২০২৫-২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া। কিন্তু এখনও কিছু বিষয়ে পড়ুয়া ভর্তি হয়নি। ফাঁকা বেশ কিছু আসন। তাই খালি আসনগুলিতে এ বার ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের এ জন্য আবেদন জানাতে হবে অনলাইনে। এমনটা জানিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, কমার্স, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, লাইব্রেরি সায়েন্স (ইন্টিগ্রেটেড ব্যাচেলর্স ও মাস্টার্স কোর্স) , জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, আইন (এলএলএম কোর্স), গণিত, পারফর্মিং আর্টস (হিন্দুস্তানি সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত), পদার্থবিদ্যা, মনোবিদ্যা, স্পোর্টস সায়েন্স (মাস্টার্স কোর্স), ইংরেজি, ইতিহাস এবং গণিতে এখনও ভর্তির সুযোগ রয়েছে। সমস্ত কোর্সই দু’বছরের এবং চারটি সেমেস্টারে বিভক্ত।
বিভিন্ন বিষয়ের ৮০ শতাংশ আসনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়ারাই ভর্তির সুযোগ পাবেন। বাকি ২০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। যাঁরা ২০২৩-২৫ সালের মধ্যে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ, শুধু মাত্র তাঁরাই স্নাতকোত্তরে আবেদন করতে পারবেন।
পড়ুয়াদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্নাতকোত্তরে ভর্তি নেওয়া হবে। এর জন্য আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এ জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না। আগামী ২০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। চূড়ান্ত মেধাতলিকা প্রকাশ করা হবে ২২ এবং ২৩ সেপ্টেম্বর। এ সংক্রান্ত বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।