যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে গবেষণাধর্মী কাজের সুযোগ। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, নির্দিষ্ট মেয়াদের জন্য একটি প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডিজিটাল টুইন ডেভেলপমেন্ট টু স্টাডি ফিজিবিলিটি অফ রেট্রোফিটেড ই-মোবিলিটি অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ফর ইটস সাস্টেনেবিলিটি’। এই কাজের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।
প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। যাঁর কাজের মেয়াদ থাকবে তিন বছর। প্রথম দু’বছরে নিযুক্তের ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৩৭,০০০ টাকা। যা তৃতীয় বছরে বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা। এ ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি। ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। তাঁদের মেকানিক্যাল/ পাওয়ার/ ইলেকট্রিক্যাল/ অটোমোবাইল/ এরোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচলর্সের পাশাপাশি স্নাতকোত্তরও থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট-এ। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে আবেদনমূল্য বাবদ ৫০ টাকা। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।