কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হোম সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। এ বার গবেষণাধর্মী কাজ করতে চান? খোঁজ নিতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রকল্পে স্বল্পমেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘অ্যাপ্লিকেশন অফ ইনোভেটিভ আইডিয়াজ় ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফুড প্রোডাক্টস ফ্রম আন্ডারইউটিলাইজ়ড অ্যান্ড কমনলি অ্যাভেলেবেল সিরিয়ালস, পালসেস, সিডস, ফ্রুটস, ভেজিটেবেলস অ্যান্ড দেয়ার ওয়েস্টস’।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ১০ মাস।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৫,০০০ টাকা।
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের এই বিষয়ে গবেষণার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর সংশ্লিষ্ট বিভাগে আগামী ১৪ জুলাই দুপুর ১২টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।