গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জয়েন্ট এন্ট্রান্স এক্জ়ামিনেশন (জেইই) মেন ২০২৬-এ আবেদনকারীদের একাদশের রেজিস্ট্রেশন নম্বর চেয়ে পাঠাল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।
বোর্ডের তরফে জানানো হয়েছে, জেইই মেন ২০২৬-এ আবেদনের জন্য ওই নম্বর থাকা জরুরি। অথচ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা গিয়েছে, বহু পড়ুয়ার কাছে রেজিস্ট্রেশন নম্বর নেই। তাই থমকে রয়েছে জেইই মেন-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। দ্রুত এই সমস্যার সমাধানে তথ্য জমা দেওয়ার নির্দেশিকা স্কুলে স্কুলে পাঠিয়েছে সিবিএসই।
ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং বিষয় নিয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার প্রথম পর্বের পরীক্ষা চলবে আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২ থেকে ৯ এপ্রিল। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং বিষয় নিয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকার জন্য তিন ঘণ্টা করে সময় পাওয়া যাবে।
আর্কিটেকচার এবং প্ল্যানিং-এর পরীক্ষা যাঁরা একসঙ্গে দিতে চান, তাঁরা ৩ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত সময় পাবেন। বাংলা, ইংরেজি মিলিয়ে মোট ১৩টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আগ্রহীরা দু’টি পর্বের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইনে নাম নথিভুক্ত করে নিতে হবে। প্রথম পর্বের রেজিস্ট্রেশনের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে। দ্বিতীয় পর্বের ক্ষেত্রে জানুয়ারি, ২০২৬-এর শেষ সপ্তাহের মধ্যে আবেদনের পোর্টাল চালু করা হবে।
পরীক্ষায় বসতে আগ্রহীদের ৮০০ থেকে ১,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। নাম নথিভুক্ত করার সময়ই ওই ফি জমা দিতে পারবেন। রাজ্যের কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, খড়্গপুর-সহ মোট ১৫টি কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ থাকছে।