CSSSC Courses 2025

সমাজবিজ্ঞানে উচ্চশিক্ষায় আগ্রহী! গবেষণার খুঁটিনাটি শেখাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান

আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের তরফে নানা কোর্স আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪
Share:

সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সায়েন্সেস (সিএসএসএসসি)। ছবি: সংগৃহীত।

সমাজবিজ্ঞানের নানা বিষয়ে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সুযোগ রয়েছে কলকাতার সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সায়েন্সেস (সিএসএসএসসি)-এ। নানা বিষয়ে কী ভাবে গবেষণাধর্মী কাজ করা যায়, তার পাঠ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠান। কোর্সে ভর্তির জন্য চলছে আবেদন প্রক্রিয়া।

Advertisement

আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের তরফে নানা কোর্স আয়োজন করা হবে। পড়ানো হবে মোট চারটি পাঠক্রম— ১) রিথিঙ্কিং পলিটিকাল থিওরি, ২) রিথিঙ্কিং পারফরমেন্স স্টাডিজ়: পার্সপেক্টিভস, থিওরিজ় অ্যান্ড মেথডস, ৩) সাউথ এশিয়া অ্যান্ড দি আর্লি মডার্ন ওয়ার্ল্ড এবং ৪) রেস, এথনিসিটি অ্যান্ড ইন্ডিজিনিটি: থিওরিজ়, ইন্টারসেকশনস্‌ অ্যান্ড পাওয়ার। কোর্সের বিষয়বস্তু পড়ানো হবে ইংরেজিমাধ্যমে।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কোর্সের ক্লাস। প্রতি সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ক্লাস। কোর্স ফি ৪,০০০ টাকা। যে কোনও বিষয়ে স্নাতকোতোরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রাপকরা কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ১৮ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement