ICAI CA Foundation

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার ক্ষেত্রে সব পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, বিজ্ঞপ্তি ইকাই-এর তরফে

২০২৬ সালের মে মাসে সমস্ত পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৫
Share:

প্রতীকী চিত্র।

চ্যার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার জন্য তিনটি কোর্সের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার সূচি প্রকাশ করল দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকাই)। ২০২৬ সালের মে মাসে সমস্ত পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisement

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার প্রথম ধাপ সিএ ফাউন্ডেশন কোর্স। সিএ ফাউন্ডেশন পরীক্ষা নেওয়া হবে আগামী বছর ১৪, ১৬, ১৮ এবং ২০ মে। দ্বিতীয় ধাপের সিএ ইন্টারমিডিয়েট কোর্সের দু’টি গ্রুপ রয়েছে। এর মধ্যে প্রথম গ্রুপের পরীক্ষা হবে ৩, ৫ এবং ৭ মে। দ্বিতীয় গ্রুপের পরীক্ষা নেওয়া হবে ৯, ১১ এবং ১৩ মে। সিএ হওয়ার চূড়ান্ত ধাপের পরীক্ষার আয়োজন করা হবে ২ থেকে ১২ মে-র মধ্যে।

প্রথম গ্রুপের পরীক্ষা নেওয়া হবে ২, ৪ এবং ৬ মে। দ্বিতীয় গ্রুপের পরীক্ষার আয়োজন করা হবে ৮, ১০ এবং ১২ মে।

Advertisement

সিএ ফাউন্ডেশনের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। তৃতীয় এবং চতুর্থ পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। ইন্টারমিডিয়েট-এর পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্য দিকে, সিএ হওয়ার চূড়ান্ত পরীক্ষার প্রথম থেকে পঞ্চম পত্রের পরীক্ষা নেওয়া হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। ষষ্ঠ পত্রের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের https://eservices.icai.org ওয়েবসাইটে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে হবে। আগামী বছরের ৩ থেকে ১৬ মার্চ চলবে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২০ থেকে ২২ মার্চের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement