কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
আবৃত্তি থেকে রবীন্দ্রসঙ্গীত— বিভিন্ন সৃজনশীল বিষয়ে কোর্স করার সুযোগ দিচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, সব ক’টি ‘সেলফ ফিন্যান্স’ কোর্স। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সব ক’টি কোর্সই স্বল্প মেয়াদি সার্টিফিকেট, ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা। কোর্স করানো হবে রাজবংশী ভাষা, ভাওয়াইয়া, নাটক এবং নাট্যাভিনয়, লোকনৃত্য এবং সৃজনশীল নৃত্য, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়ম, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং জিওস্পেশিয়াল টেকনোলজি। এর মধ্যে রাজবংশী ভাষাতেই সর্বাধিক আসনসংখ্যা ৮৫।
বিভিন্ন বিষয়ের কোর্সের মেয়াদ ছ’মাস থেকে এক বছর। একটি বা দু’টি সেমেস্টারে পরীক্ষা হবে। বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি স্থির করা হয়েছে ৩,০০০ টাকা থেকে শুরু করে ১৫,১০০ টাকা।
কিছু কোর্সে আবেদনের জন্য শুধু মাধ্যমিক বা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। তবে বেশ কিছু কোর্সের ক্ষেত্রে প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা। কোর্সের ভিত্তিতে আবেদনকারীর ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১৭৫ টাকা এবং ৪০০ টাকা। আগামী ৯ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে সমস্ত কোর্সে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।