প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের কলকাতা ডক সিস্টেমে কর্মখালি। সেখানে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
পোর্টের কলকাতা ডক সিস্টেমে নিয়োগ হবে সাউন্ডিং সুপারভাইসর কাম ড্রাফটসম্যান পদে। শূন্যপদ তিনটি। নিযুক্তেরা ডক-এর মেরিন বিভাগে কাজের সুযোগ পাবেন। তাঁদের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর পর্যন্ত। এর পর শর্ত সাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি মাসে নিযুক্তদের বেতন বাবদ ২৬,০০০ টাকা দেওয়া হবে।
সাউন্ডিং সুপারভাইসর কাম ড্রাফটসম্যান আবেদনকারীকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পর ভারতীয় সেনাবাহিনী/ নৌবাহিনী/ আইডব্লিউএআই/ ডিসিআই/ অন্য কোনও হাইড্রোগ্রাফিক সংস্থায় ন্যূনতম তিন বছর হাইড্রোগ্রাফিক বা টোপোগ্রাফিক সমীক্ষার কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদের জন্য লিখিত পরীক্ষা/ দক্ষতা পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।