রেল বিকাশ নিগম লিমিটেড। ছবি: সংগৃহীত।
রেল বিকাশ নিগম লিমিটেড-এ কাজের সুযোগ। কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার সিভিল বিভাগে কর্মী প্রয়োজন। যাঁদের দেশের যে কোনও প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে। এ জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থার সংশ্লিষ্ট বিভাগের জন্য নিয়োগ হবে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। মোট শূন্যপদ ১৭। নিযুক্তদের পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে পোস্টিং দেওয়া হবে।
প্রার্থীদের বয়স ৩৫, ৪৫ বা ৪৮ বছরের মধ্যে হলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৩০,০০০-১,২০,০০০ টাকা থেকে সর্বাধিক ৮০,০০০-২,২০,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতেও মিলবে ভাতা।
পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথিপত্র উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিতরা বাকিদের আবেদনমূল্য বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।