দামোদর ভ্যালি কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ। এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় কাজের সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরা। এ জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাডভাইসর পদে। শূন্যপদ একটি। নিযুক্তকে প্রথমে এক বছর সংস্থায় কাজ করতে হবে। তার পর তাঁর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যাঁরা পেনশনভুক্ত নন, তাঁর ক্ষেত্রে পারিশ্রমিক হবে মাসে ১,৪৪,০০০ টাকা। নিযুক্ত ব্যক্তি পেনশন প্রাপক হলে তাঁর পারিশ্রমিক হবে আলাদা।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। পাশাপাশি হতে হবে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৩০ টাকা জমা দিতে হবে। আগামী ২৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।