WB Govt Job Recruitment 2025

মুর্শিদাবাদ জেলায় খোঁজ কমিউনিটি অডিটরের, আবেদন করা যাবে কোন যোগ্যতা থাকলে?

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৯:০৯
Share:

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদ জেলায় কাজের সুযোগ। মঙ্গলবার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জেলার একটি কেন্দ্রে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা এ জন্য অফলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কমিউনিটি অডিটর পদে। শূন্যপদের সংখ্যা ৪০। মূলত ইউনিটে অডিট সাপোর্টের কাজ করতে হবে নিযুক্তদের।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীদের মহিলা প্রার্থী হতে হবে। পাশাপাশি, তাঁদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বাণিজ্য নিয়ে উত্তীর্ণ হওয়া জরুরি। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে স্নাতকদের থেকেও গ্রহণ করা হবে আবেদন। একই সঙ্গে, ‘ন্যাশনাল রুরাল লাইভলিহুড’ মিশনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসাবে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য আগ্রহীদের প্রথমে জেলার প্রশাসনিক ওয়েবসাইট বা স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement