NSOU Admission 2025

মাস কমিউনিকেশন ও জার্নালিজ়মে নেট বা সেট দেবেন? কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ দেবে এনএসওইউ

কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন পড়ুয়ারা নন, যোগ দিতে পারবেন অন্য প্রতিষ্ঠানের স্নাতকোত্তরে পাঠরতরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৯:২৩
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ানো বা গবেষণা ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) এবং সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)। প্রায় প্রতি বছর দু’বার এই পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন বিষয়ের উপর। প্রতিযোগিতামূলক এই পরীক্ষার জন্য কী ভাবে প্রস্তুতি নেবেন, কেমন হয় পরীক্ষার ধরন, তা জানাতে এ বার একটি কর্মশালার আয়জন করছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজ়-এই কর্মশালার আয়োজক। বিশ্ববিদ্যালয়ের কল্যাণী আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। তবে সমস্ত বিষয় নয়, শুধু মাত্র জার্নালিজ়ম এবং মাস কমিউনিকেশন-এর জন্য এই পরীক্ষা সংক্রান্ত একটি প্রাথমিক ধারণা দেওয়া হবে কর্মশালায়। চলবে আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত।

প্রতিষ্ঠানের এই কর্মশালায় ইউজিসি নেট পরীক্ষার কাঠামো, যোগ্যতা, বর্তমান নিয়মকানুন, জার্নালিজ়ম এবং মাস কমিউনিকেশন পাঠ্যক্রমের বিশ্লেষণ ও প্রশ্নপত্রের ধরন, প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পাঠ্যবই, প্রস্তুতির কৌশল সম্বন্ধে পরীক্ষার্থীদের জানানো হবে। কর্মশালায় যোগদানকারীরা প্রশ্নোত্তর এবং আলাপ আলোচনার মাধ্যমে নানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।

Advertisement

কর্মশালায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন পড়ুয়ারা নন, যোগ দিতে পারবেন অন্য প্রতিষ্ঠানের স্নাতকোত্তরে পাঠরতরাও। কর্মশালা শেষে তাঁদের শংসাপত্রও দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। এ জন্য তাঁদের রেজিস্ট্রেশন ফি বাবদ জমা দিতে হবে ২০০ টাকা। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement