ডব্লিউবিপিএসসি। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি)-এর আওতায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ এবং ২০২৪ সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগজ়ামিনেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে।
রাজ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে জুনিয়র ডিভিশন সিভিল জজ পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। ২০২৩ এবং ২০২৪ সালের জন্য আলাদা ভাবে ৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ দু’বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ১০৮ শূন্যপদ পূরণ করা হবে। তবে সরকারি নিয়ম মেনে কিছু পদ সংরক্ষিতদের জন্য রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ২৭,৭০০ টাকা থেকে ৪৪,৭৭০ টাকা।
আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের রাজ্যের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক বা স্নাতকোত্তর হওয়া জরুরি। পাশাপাশি, বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। একই সঙ্গে বাংলা বা নেপালি ভাষায় লেখা, পড়া এবং কথোপকথনে পারদর্শী হতে হবে। এ ছাড়া বাকি যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের এ জন্য কমিশনের ওয়েসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২১০ টাকা। সংরক্ষিতদের জন্য কোনও আবেদন মূল্য ধার্য হয়নি।
২০২৩ সালের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া চলবে ২২ অগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। অন্য দিকে, ২০২৪ সালের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়ার সময়সীমা ১০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর।
সমস্ত পদে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে।